রোহিঙ্গাদের করোনার টিকাদান শুরু

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের প্রথমবারের মতো করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া ৪-এক্সটেশন রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাস কমিশনার শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত।

এ সময় সাংবাদিকদের শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত বলেন, উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে একযোগে রোহিঙ্গাদের প্রথমবারের মতো করোনার টিকাদান শুরু হয়েছে। এর মধ্যে উখিয়া ৪৬টি ও টেকনাফের ১০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, প্রথম দফায় ৫৫ বছর বা তার চেয়ে বেশী বয়সীদের ৪৮ হাজার রোহিঙ্গা এই টিকা দেয়া হবে। প্রতিদিন সাত হাজার করে সিনোফার্মার প্রথম ডোজের টিকা প্রয়োগ করা হবে। ১৮ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আগের সংবাদশোক দিবসে যেভাবে ওড়াতে হবে জাতীয় পতাকা
পরবর্তি সংবাদফোনে আড়িপাতা বন্ধে হাইকোর্টে রিট