লকডাউনে সব শিক্ষককে পূর্ণ বেতন দিতে হবে পাকিস্তানে

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে করোনাভারাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৫ দিনের লকডাউন চলছে। এ সময় সব সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকদের পূর্ণ বেতন দেয়ার নির্দেশ দিয়েছে প্রদেশ সরকার। খবর ডন

সোমবার এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছে সিন্ধু প্রদেশ সরকার। সেখানে বলা হয়, লকডাউনের কারণে সব স্কুল বন্ধ থাকলেও বিদ্যালয়ে কর্মরত সবার বেতন নিশ্চিত করতে হবে।

আরো বলা হয়, এই মহামারি চলার সময় স্কুল কর্তৃপক্ষ কোনো শিক্ষক বা কর্মচারীকে চাকরী থেকে অব্যাহতি দিতে পারবে না। যদি কোনো স্কুল এ নিয়ম অমান্য করে তাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

পাকিস্তানে এখন পর্যন্ত ১৬২৫ জনের দেহে মরণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৮ জনের।

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১০৪ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৪ হাজার ১ জনের। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৫৪০ জন। সুস্থও হয়ে উঠছেন অনেকে। এই সংখ্যাটা ১ লাখ ৫২ হাজার।

-এ

আগের সংবাদসৌদি আরবে করোনার চিকিৎসা ফ্রি
পরবর্তি সংবাদদিল্লির একটি মসজিদে তাবলিগ জামাতে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু