লালমনিরহাটে গণধোলাই: ৫ আসামির ৩দিন করে রিমান্ড মঞ্জুর

ফাতেহ ডেস্ক:

লালমনিরহাটের বুড়িমারীতে গণধোলাইয়ে নিহতের ঘটনায় ৫ আসামিকে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী বেগম এ আদেশ দেন। আসামিরা হলেন- রশিদুল ইসলাম, আশরাফুল, বায়েজিদ, মাসুম আলী ও শফিকুল ইসলাম।

গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে রংপুরের সহিদুন্নবী জুয়েল নামের এক শিক্ষককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় প্রথমে ৫জন আটক হলে পুলিশ তাদের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আবেদনের প্রক্ষিতে আদালতের বিচারক ৩দিন রিমান্ড মঞ্জুর করে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায়, এ হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৬জন আটক রয়েছে। বাকীদের পর্যায়ক্রমে রিমান্ড আবেদন করা হবে।
আপনার মতামত দিন

আগের সংবাদআরবী ভাষা দিবস উপলক্ষে ঢাবি’র ‘আরবী রচনা প্রতিযোগিতা’
পরবর্তি সংবাদএবার ওয়াজ-মাহফিল নিয়ে ‘অজ্ঞতাপ্রসূত’ মন্তব্য করলেন জবি ভিসি