শ্যামপুরে আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

রাজধানীর শ্যামপুরে একটি বাসা থেকে মিতু ফকির (২৫) নামে এক আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী মাদারীপুর জেলার মোশারফ ফকিরের মেয়ে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শ্যামপুরস্থ করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। স্বামী এবং স্ত্রী দুজনেই পেশায় আইনজীবী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী মো. মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, বাড়িটির ৫ম তলার ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আগের সংবাদতিনি ছিলেন দেশের জন্য রত্ন: পাক রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদদিঘি খনন করতে ৪৫ কোটি টাকা চায় পানি উন্নয়ন বোর্ড