সু চির বিরুদ্ধে দুই মামলার রায় স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহারের অভিযোগে করা দুই মামলার রায় সোমবার স্থগিত করেছে সেনাশাসিত দেশটির একটি আদালত।

এক আইনি কর্মকর্তার মতে, ১০ জানুয়ারি পর্যন্ত মামলার রায় বিলম্ব করার কোনো কারণ জানায়নি আদালত। তবে শাস্তি হতে পারে এই ভয়ে নিজের নাম না প্রকাশের ওপর জোর দেন এই কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী এবং এর ফলে দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে পারেনি নির্বাচনে জয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর থেকে ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলে তার ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

এর আগে ৬ ডিসেম্বর উসকানি ও করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি বিশেষ আদালত। তবে রায়ের কয়েক ঘণ্টা পর সামরিক সরকারের প্রধান জ্যৈষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং তা অর্ধেক কমিয়ে দেন।

সামরিক সরকার তাকে অজ্ঞাত স্থানে আটক রেখেছে এবং সরকারি টেলিভিশন জানিয়েছে, সেখানে তিনি সাজা কাটছেন। সু চির এ বিচার কার্যক্রম গণমাধ্যম ও দর্শকদের দেখার সুযোগ দেয়া হয়নি। এছাড়া এই নেত্রীর পক্ষের আইনজীবীদেরও গণমাধ্যমে তথ্য প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র : এপি/ইউএনবি

আগের সংবাদআফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন : তালেবান
পরবর্তি সংবাদরাষ্ট্রপতির সঙ্গে সংলাপে খেলাফত মজলিসের ৫ দফা প্রস্তাব