সৌদির ফার্মেসিতেও বিনামূল্যে মিলবে করোনা ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব দেশের ওষুধের দোকানগুলোয় বিনামূল্যে করোনভাইরাস ভ্যাকসিন সরবরাহ করবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া আল আরবিয়াকে একথা বলেছেন। খবর আরব নিউজের।

স্বাস্থ্যমন্ত্রী আরো ঘোষণা করেছেন যে, ২০২১ সালের হজ মৌসুমে অংশ নেয়া স্বাস্থ্যকর্মীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান আবশ্যক হয়ে উঠবে। ‘হজ ও ওমরাহ মওসুমের জন্য অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে, যার ভিত্তিতে তারা অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন নিশ্চিত করবে’।

গত ১৭ ডিসেম্বর চালু টিকাদান প্রক্রিয়ার অংশ হিসেবে দেশজুড়ে ১০০ টিরও বেশি টিকাদান কেন্দ্র চালু হয়েছে।

আগের সংবাদফিলিস্তিন ভূখণ্ডে ইজরাইলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু
পরবর্তি সংবাদ৭ মার্চ সুইজারল্যান্ডে নিকাব নিষিদ্ধের গণভোট, মুসলিমদের নিন্দা