সৌদিতে আরও ২০ দিনের নিষেধাজ্ঞা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের মেয়াদ ২০ দিন বাড়ানো হয়েছে। স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে। খবর আরব নিউজ।

এ সময় সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে। নির্দেশনায় বলা হয়, এ সময় সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। রেস্টুরেন্টের টেবিলে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে ডেলিভারি সার্ভিস দেয়া যাবে।

কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা লঙ্ঘন করলে ২৪ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেবে পৌর, পল্লী ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়। ফের নির্দেশনা লঙ্ঘন করলে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে প্রতিষ্ঠান। এভাবে ধারাবাহিকভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ ও চার সপ্তাহ বাণিজ্য প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হবে।

আগের সংবাদচতুর্থ দফায় ভাসানচরের পথে আরও ২ হাজার রোহিঙ্গা
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী