সৌদিতে ফেসবুক লাইভে এসে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

ফাতেহ ডেস্ক:

সৌদি আরবের দাম্মাম ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করেছেন হাজীগঞ্জের যুবক আরিফুল ইসলাম নয়ন।

তিনি হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান। মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে আকামা না হওয়ায় বেতন পাননি তিনি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে বাসার পাশে আত্মহত্যা করেন তিনি।

 

আগের সংবাদ`ক্ষমতায় গেলে মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করব’
পরবর্তি সংবাদআমি মুখ খুললে সরকারের অসুবিধা হয়ে যাবে: নজিবুল বশর