স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে নববিতে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ দেড় বছর পর মসজিদে নববিতে ফিরে এলো জমজমের বরকতময় পানির কন্টেইনার। পূর্ণ সতর্কতা মেনেই কন্টেইনারে পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন জমজম পানি সরবরাহ বিভাগের পরিচালক আবদুর রহমান আল জহরানি। এখন মুসল্লি এবং দর্শনার্থীরা কন্টেইনার থেকেই জমজমের পানি পান করতে পারবেন।

এর আগে, ২০২০ সালের শুরুতে করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর কন্টেইনারে পানি সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তখন জমজমের পানির জীবানুমুক্ত বোতল বিতরণের জন্য কর্মী নিয়োগ করা হয়েছিলো।

আবদুর রহমান জহরানি বলেন, ‘জমজম পানির গুনগত মান এবং নিরাপত্তা বজায় রাখার জন্য  জমজম ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিনই পানির ট্যাঙ্ক, কন্টেইনার এবং ট্যাপ থেকে স্যাম্পল সংগ্রহ করছে। এছাড়াও জমজম কূপ, জমজম কুলিং স্টেশন, ফিলিং পয়েন্ট থেকেও নমুনা সংগ্রহ করা হয়। জমজমের পানি ফিল্টার করার জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ডিভাইস। কূপ থেকে পানি পাম্প হয়ে জীবাণুমুক্তকরণ পদ্ধতির মধ্য দিয়েই কন্টেইনারে যায়।’

সূত্র: সৌদি গ্যাজেট

আগের সংবাদভোলায় মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
পরবর্তি সংবাদইমামের ‘সাইক্লিং ক্লাব’ সাড়া ফেলেছে ওল্ডহ্যামে