হাজিদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। খবর আরব নিউজের।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। যারা করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না। কারণ এটি মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

আগের সংবাদআগামীকাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
পরবর্তি সংবাদটালিউড তারকাদের বিজেপিতে যোগদানের হিড়িক