ফাতেহ ডেস্ক:
আগামী বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে ৬ শতাংশ হতে পারে। এ ছাড়া ২০২৩ সালে মূল্যস্ফীতিও বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। গতকাল মঙ্গলবার অক্টোবর মাসের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। সেখানেই এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, আগামী বছর এই প্রবৃদ্ধি কমে ৬ শতাংশে নামতে পারে। এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আইএমএফ।
বাংলাদেশের মূল্যস্ফীতির সম্পর্কে আইএমএফ বলছে, গত দুই বছর মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। চলতি বছরে তা ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। তবে ২০২৩ সালে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। আর সেটি হলে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আগামী বছর। তবে ২০২৭ সালে মূল্যস্ফীতি কমে সাড়ে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে আইএমএফ মনে করে।
এ ছাড়া গত বছরের তুলনায় চলতি বছর দেশে চলতি হিসাবের ঘাটতি বেড়ে জিডিপির ৪ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করছে আইএমএফ। তবে আগামী বছর এই ঘাটতি কিছুটা কমে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে।
বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের ২০২২ সালের বার্ষিক সভা ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এই সভা চলার মধ্যেই নতুন ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে আইএমএফ।