আগামী ১০ দিনে সকল মামলা থেকে মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান

আগামী ১০ দিনে সকল মামলা থেকে মুক্তি পেতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (১৫ মে) সংবাদমাধ্যমকে একথা জানান দেশটির সাবেক সিনেটর ও তার আইনজীবী ও লতিফ খুসা।

পাকিস্তানের তুখোড় আইনজীবী ও রাজনীতিবীদ হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের এই শীর্ষ আইনজীবী ও পিটিআই নেতা বলেন, ইনশাআল্লাহ আগামী ১০ দিনের মধ্যে কারাগার থেকে বাইরে বেরিয়ে আসবেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর সবই বানোয়াট। ইতিমধ্যে আল কাদের ট্রাস্ট (তোশাখানা মামলা) ও ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি।

এছাড়া কারাগারে যাওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো তিনি জনসম্মুখে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়। আগামীকাল তাকে সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ঈসার সামনে উপস্থিত করা হবে। আগের শুনানিতে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার অধিকার দিয়ে আদেশ জারি করা হয়েছিলো যে, সরকার ও প্রশাসন যেনো তাকে সবধরণের নিরাপত্তা দেয়। সশরীরে হাজির হতে চায়লে তার ব্যবস্থা করে।

তবে লতিফ খুসা জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকালের শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে উপস্থিত হবেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে শুনানির পূর্বে পিটিআই নেতাদের সাথে আডিয়ালা কারাগারে ইমরান খানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: এআরওয়াই নিউজ

আগের সংবাদবিমানের ইঞ্জিনে আগুন: হজ ফ্লাইটের জরুরি অবতরণ
পরবর্তি সংবাদঅধরাই থেকে যাচ্ছে কওমি ছাত্রদের দেওবন্দে যাবার স্বপ্ন