আফগানিস্তানের গজনীতে বিমান হামলায় নিহত ১৫

ফাতেহ ডেস্ক:

আফগানিস্তানের পূবাঞ্চলীয় গজনী প্রদেশে বুধবার তালেবান বিদ্রোহীদের গোপন আস্তানায় বিমান হামলায় সাত বিদেশি যোদ্ধাসহ মোট ১৫ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।

বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেলে প্রাদেশিক রাজধানী গজনী নগরীর উপকণ্ঠে আশাকওয়াল ও নুগাহী এলাকায় হামলার ঘটনায় যুদ্ধবিমান সমর্থিত সৈন্যরা পাল্টা হামলা চালিয়ে সাত বিদেশী নাগরিকসহ ১৫ জনকে হত্যা করে। বাকিরা পালিয়ে যায়।

গজনী প্রদেশের কয়েকটি অংশে তালেবান বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। তবে তারা এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তারা।

আগের সংবাদকরোনা টেস্টের জন্য ফি নির্ধারণ গণ বিরোধী: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদরোজা : আমেরিকান দাস মুসলিমদের সংগ্রামের প্রতীক