ফাতেহ ডেস্ক:
আবাসিক কোচিং সেন্টারে যৌন নিপীড়নের অভিযোগে কোচিংয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় একজন কলার ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক কাজী জামিল উদ্দীনকে (৪৩) আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (ট্রেইনার, ফোকাল পার্সন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) আনোয়ার সাত্তার।
পুলিশ জানায়, ঢাকার মালিবাগ মৌচাক মার্কেট এলাকা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার এগার বছর বয়সী মেয়ে মৌচাক মার্কেটের সন্নিকটে ‘ক্যাডেট কেয়ার কোচিং সেন্টার’ নামে একটি আবাসিক কোচিংয়ের ছাত্রী। ২০২১ সালের ডিসেম্বরে তার মেয়েকে সেখানে ভর্তি করান। কয়েকদিন পূর্বে তার মেয়ে বাসায় আসলে কোচিং সেন্টারে আর যাবে না বলে কান্নাকাটি করছিল। এরপর তার স্ত্রী অন্য কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে কোচিং সেন্টারটির প্রধান শিক্ষক কর্তৃক তার মেয়েসহ আরও কয়েকজন ছাত্রীর যৌন নিপীড়নের বিষয়ে জানতে পারেন। এরপর তিনি আরও কয়েকজন অভিভাবকসহ আইনি সহায়তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে রমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।