
ফাতেহ ডেস্ক:
ইসলামী সংগীতশিল্পী আবু সুফিয়ানের সঙ্গে একটি সংগীতে কণ্ঠ দিয়েছেন আব্দুল কুদ্দুস বয়াতি। ইতোমধ্যেই ‘আজরাইল’ শিরনামের গানটির অডিও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আবু সুফিয়ান।
তিনি জানিয়েছেন, ‘সংগীতটি লিখেছেন আবদুল কাদের হাওলাদার। সুর দিয়েছেন তিনি এবং বয়াতি। সংগীতের ভিডিওতে বয়াতির মাথায় পাগড়ি দেখা যাবে।’
আবু সুফিয়ান আরও বলেছেন, আব্দুল কুদ্দুস বয়াতি বাংলার অনেক পুরোনো গানের যোদ্ধা। ধীরে ধীরে ইসলামী সংগীতের প্রতি মনোযোগী হচ্ছেন। তার মাথায় পাগড়ী পড়িয়ে দেয়া আমাদের বড় সফলতা। আমার সাথে ওয়াদা করেছেন সামনে থেকে দাড়ি রেখে দিবেন এবং সবসময় ইসলামী সংগীত নিয়ে কলরবে কাজ করবেন।’
সংগীতটি কলরব টিভিতে দেখা যাবে অচিরেই।