আমেরিকায় রেকর্ড পরিমাণ বেড়েছে মুসলিম বিদ্বেষী হামলা

গত ২৮ বছরের মধ্যে আমেরিকায় ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মুসলিম বিদ্বেষী মোট ৮ হাজার ৬১টি হামলা হয়েছে ২০২৩ সালে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা “কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স” এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির একজন কর্মকর্তা জানান, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলীদের ওপর হামলার পর তিন মাসে মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে আক্রমণ চরমে উঠেছে। আর ২০২২ সালের তুলনায় গত বছর মুসলিম বিদ্বেষী আক্রমণের ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ। আগের বছর তা ছিল ৫ হাজার ১৫৬।

সংস্থার গবেষক এবং এডভোকেসি কো-অর্ডিনেটর ফারাহ আফিফি এ প্রসঙ্গে বলেন, আমাদের আশঙ্কাকে ছাড়িয়ে গেছে প্রকৃত তথ্য। অর্থাৎ গোটা মুসলিম কম্যুনিটি ভীষণ আতঙ্কে দিনাতিপাত করছে। অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হচ্ছে।

এদিকে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে চলতি রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত কোন মসজিদ অথবা ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেনি।

আগের সংবাদভারতের উত্তর প্রদেশে চালু থাকবে মাদরাসা, যা বলছে সুপ্রিম কোর্ট
পরবর্তি সংবাদধর্মেকর্মে মনোযোগী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা