মুনশী নাঈম:
নেদারল্যান্ডসের চরমপন্থী ইসলাম বিরোধী ‘পেগিদা’ আন্দোলনের নেতা এডউইন ওয়াগেনসফেল্ড ডাচ শহর হেগের সংসদ ভবনের সামনে পবিত্র কোরআন ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দিয়েছেন। গতকাল সোমবার তিনি ‘পশ্চিমের ইসলামিকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয়’ নামক টুইটারে একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন।
মিডিয়ার রিপোর্ট অনুসারে, ডাচ পুলিশ তাকে এই কাজের জন্য অনুমতি দিয়েছে। তবে শর্ত ছিল, সে মুসলমানদের পবিত্র গ্রন্থ পোড়াতে পারবে না। কিন্তু পরে ভিডিওতে দেখা যায়, সে কোরআনের ছেঁড়া পাতা পুড়িয়ে দেয়। ভিডিওতে ডাচ পুলিশের সদস্যদের ডানপন্থী চরমপন্থীর পিছনে টু শব্দটি না করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ২০২২ সালের অক্টোবরে ডাচ পুলিশ এডউইন ওয়াগেনসফেল্ডকে গ্রেপ্তার করেছিল একই অপরাধে। তখন ‘পেগিদা’ সমর্থকদের একটি মিছিলে সে কুরআন পোড়াতে যাচ্ছিল।
এর আগে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের কাছে পুলিশি পাহাড়ায় কুরআন পোড়ায় সুইডিশ চরমপন্থী রাসমুস পালুদান। এর দুদিন পর নেদারল্যান্ডসে এমন ঘটনা ঘটলো।
প্রতিবাদ জানাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার তুরস্কে ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে আঙ্কারা বলেছে, ‘আঙ্কারায় ডাচ রাষ্ট্রদূতকে আমাদের মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। আমরা এই জঘন্য ও ঘৃণ্য কাজের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরা নেদারল্যান্ডসকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের অনুমতি না দিতে বলেছি।’
তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
এই ঘটনাটি মুসলমানদের ক্ষুব্ধ করে তুলেছে। আরব ও ইসলামিক দেশগুলো মনে করছে, এই ঘটনা ঘটিয়ে তারা দেড় বিলিয়ন মুসলিমদের অনুভূতি আঘাত করেছে।
গতকাল সোমবার তুরস্কের ধর্মীয় বিষয়ক প্রধান আলী এরবাশ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবে। আদালতে ইসলাম এবং এর প্রতীকগুলির উপর আক্রমণের বিরুদ্ধে অভিযোগ জানাবে।
আজ মঙ্গলবার নিউইয়র্কের তুর্কি সম্প্রদায় সুইডিশ কনস্যুলেটের সামনে একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোও কুরআন পোড়ানোর নিন্দা করেছে এবং সুইডিশ কর্তৃপক্ষকে এর দিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ব্যাপক প্রতিক্রিয়ার মুখে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম এসব উস্কানিমূলক পদক্ষেপের নিন্দা করে বলেছেন, ইসলামবিরোধী উস্কানিগুলো ভয়ঙ্কর।
সূত্র : আল-জাজিরা
🔴 Kur'an-ı Kerim'e bir saldırı daha: İslam karşıtı örgüt PEGIDA'nın lideri Edwin Wagensveld, Hollanda'nın Lahey şehrinde polis gözetimi altında Kur'an sayfalarını yırtıp çiğnedi. pic.twitter.com/wSXKFoizo4
— Daily Islamist (@dailyislamist) January 23, 2023