আন্তর্জাতিক ডেস্ক:
নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার ও পরে অসুস্থ হয়ে হাসপাতালে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে আট দিনে ৫১ জনেরও বেশি মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। খবর এএফপির।
এখনো প্রতিদিনই দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে। তবে দেশটির সরকারি হিসাবে ১৭ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
মাথায় হিজাব না থাকায় গত ১২ সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী তরুণী মাশা আমিনি। গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চারদিন কোমায় থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিক্ষোভকারী ও মাশার পরিবারের অভিযোগ পুলিশ হেফাজতে মাথায় গুরুতর আঘাত করার পরই অসুস্থ হন মাশা। আর এ জন্যই তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়াই তার মৃত্যুর কারণ।
এদিকে ইরানের নারী ও বিক্ষোভকারীদের উপর নির্যাতন ও দমন-পীড়নের অভিযোগে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।