ইসলাম ধর্মবিরোধী সিলেবাস বাতিলের দাবি ইসলামি ঐক্যজোটের

ফাতেহ ডেস্ক:

নতুন বছরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বিবর্তনবাদ বাতিলের দাবিতে বিক্ষোভ–সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। বর্তমান সিলেবাসকে ইসলাম ধর্মবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে রাজনৈতিক দলটি। তা না করলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন দলের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী।

আজ শনিবার দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে দলটির চেয়ারম্যান এ কথা বলেন।

আবুল হাসানাত আমিনী বলেন, ‘বিতর্কিত শিক্ষা সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক এ পৌরাণিক বানানোর ষড়যন্ত্র চলছে। পাঠ্য বইয়ে নগ্ন ছবি, পর্দা, দাঁড়ির বিরোধিতা, মূর্তিসহ ডারউইনের বিবর্তনবাদ ও হিন্দুত্ববাদ সংযোজন করে মুসলিম শিক্ষার্থীদের ঈমান হারা করার পাঁয়তারা চলছে। স্পষ্ট করে বলছি, দেশের ৯২ ভাগ মুসলমান পাঠ্য পুস্তকে ডারউইনের মতবাদ দেখতে চায় না। তারা বইয়ের পৃষ্ঠায় হিন্দুত্ববাদ ও মন্দিরের ছবিও দেখতে চায় না। ইসলামবিরোধী কোনো কিছুই দেখতে চান না। অবিলম্বে এই সিলেবাস বাতিল না করলে সারা দেশে ইসলামি ঐক্যজোটের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘মুসলমানের সন্তানদের ঈমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলামবিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। বিবর্তনবাদের মতো কুফরি আকীদাকে শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করে আমাদের আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদি রূপে গড়ে তুলতে ষড়যন্ত্র করা হয়েছে।’

ইসলামি ঐক্যজোটের এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে এ জন্য সতর্ক অবস্থানে ছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, বিতর্কিত পাঠ্যসূচি নিয়ে ইসলামী ঐক্যজোট প্রতিবাদ সভা করে। এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতারা। তারা নতুন পাঠ্যপুস্তকের সিলেবাস বাতিল না করলে পরবর্তীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন বলে বক্তব্যে বলেন। প্রতিবাদ সমাবেশ শেষে ইসলামিক ঐক্যজোটের নেতা–কর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পুরানা পল্টন মোড় হয়ে আবার বাইতুল মোকাররমের উত্তর গেটে যায়।

আগের সংবাদনিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস
পরবর্তি সংবাদএকুশে বইমেলায় ইসলামি প্রকাশনীগুলো কেন স্টল বরাদ্দ পায় না?