আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-ইসরায়েল সম্পর্ককে আরও ‘প্রশংসনীয় ও অর্থপূর্ণ করতে’ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উদ্ভাবন ও প্রযুক্তি, নিরাপত্তা ও সাইবার ইস্যু, কৃষি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ২০২২ সালের ২ এপ্রিল ভারত সফরে আসবেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নাফতালি বেনেট ও নরেন্দ্র মোদী গত অক্টোবরে গ্লাসগোতে আয়োজিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৬ এ সাইডলাইন বৈঠক করেছিলেন। সেখানেই নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
পিটিআই-এর সূত্রে জানা গেছে, ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল অর্থাৎ চার দিনের সফরে ভারতে আসবেন নাফতালি বেনেট।
সূত্র: এনডিটিভি