কৃষি উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : আফগানিস্তানের কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী মাওলানা আতাউল্লাহ ওমারী বলেছেন, কৃষি উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাতে চাই।

সম্প্রতি আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিন আইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আফগানিস্তানের কৃষিমন্ত্রী বলেন, আমরা কৃষি বিষয়ক পারস্পারিক সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক। কৃষি ও পশুসম্পদ উন্নয়নের জন্য আমাদের সামনে তুরস্ক একটি ভাল উদাহরণ। আমরা আফগানিস্তানের জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর চেষ্টা করব।

তিনি তুরস্কের বিনিয়োগকারীদের আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের জন্য আফগানিস্তানের এই দুটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক।

বৈঠকে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান আফগানিস্তানের কৃষিমন্ত্রী মাওলানা আতাউল্লাহ ওমারী।

তুরস্কের রাষ্ট্রদূত আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে তার সফরের কথা উল্লেখ করে কৃষি ও গবাদি পশুর জন্য আফগানিস্তানকে একটি উত্তম জায়গা হিসেবে অভিহিত করেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

আগের সংবাদতিনবার সময় বাড়িয়েও হজযাত্রী নিবন্ধন অর্ধেকেরও কম
পরবর্তি সংবাদপঞ্চগড় কীভাবে কাদিয়ানী আস্তানায় পরিণত হল?