
ফাতেহ ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, সিটিটিসি শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে।
এর আগে দলটির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।