ফাতেহ ডেস্ক:
ডলার সংকটে জ্বালানি তেল আমদানির অর্থ পরিশোধ করতে পারছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানি করা হয়। বিপিসি তেল বিক্রি করে আমদানির ছয় মাসের মধ্যে তা পরিশোধ করে। কিন্তু বর্তমানে তীব্র ডলার সংকটের কারণে আইটিএফসির দেনা বাবদ বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে পারছে না। এরই পরিপ্রেক্ষিতে ওই ঋণ পরিশোধের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর বা তারও বেশি করার আবেদন করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে বিপিসি। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কাছেও মতামত চাওয়া হয়েছে। এ নিয়ে এখন সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে আইটিএফসির সঙ্গেও আলোচনা করছে সংস্থাটি। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী আইটিএফসি থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে জ্বালানি তেল আমদানি করা হয়। আমদানি করা তেল বিপিসি বিক্রি করে সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে জমা করে। ব্যাংক ওই অর্থ দিয়ে ডলার কিনে আইটিএফসির ঋণ পরিশোধ করে। প্রতি এলসির ঋণ পরিশোধে বিপিসিকে ছয় মাস সময় দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে দেশে ডলার সংকট প্রবল হওয়ায় ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার দিতে পারছে না। যে কারণে বিপিসি এলসি খোলা ব্যাংককে টাকা দিলেও ডলারের অভাবে ঋণ শোধ করতে পারছে না। এর আগে কখনো বিপিসির কিস্তি পরিশোধের ক্ষেত্রে সমস্যা হয়নি। এবারই এই প্রথম এ ধরনের সমস্যা হলো। ডলার সংকটের কারণে আইটিএফসির ঋণের কিস্তি পরিশোধের সময় ছয় মাস থেকে এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে বাড়তি চড়া সুদ দিতে হবে। এতে ঋণের বোঝা আরও বাড়বে। একই সঙ্গে নতুন ঋণ পেতেও সমস্যা হতে পারে। বিপিসির সঙ্গে আইটিএফসির দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।