
আল মাহমুদ:
ঢাকা ঢাকা ঢাকা
হাতের মুঠোয় লুকিয়ে আছে
একটি সোনার টাকা
হুট করে যেই মুঠ খুললাম
দেখি আয়ুর লেখা
পড়লো মনে সেই সুদূরে
তোমার সাথে দেখা
মুখখানি গো সুখের মতন
আছে বুকের কাছে
সোনার ফ্রেমে বাঁধিয়েছিলাম
আজও তেমনি আছে
হায়রে ঢাকা ছন্দে আঁকা
গোলকধাঁধার নাম
মাথা গোঁজার ঠাঁই খুঁজেছি
কে দেবে তার দাম
খুঁজতে খুঁজতে হারিয়ে গেলাম
এই শহরের পেটে
নাম ধরে কে ডাক দিয়েছে
প্রবেশদ্বারে গেটে
এই যে আমি অস্তগামী
সাঁঝের বেলায় লাল
আমার দেহে দারুণ স্নেহে
জাদুর মায়াজাল
তালবেতালে দিচ্ছে ঠেকা
তবলাবায়ার জোর
এর মাঝে তো উঠল বেজে
মহাকালের ভোর
সকাল বেলার আলো এসে
স্পর্শ করে মুখ
চোখ খুললেই কষ্ট বড়
সূর্যেরই আলোক
আলোর মধ্যে বন্ধ চোখের
লাগলো দারুণ ঘোর
আমি কেবল চেঁচিয়ে বলি
দাও গো খুলে দোর
খিল খুলবার মন্ত্র শুনি
হাতড়ে মরি মিল
কে যেন গো হঠাৎ বলে
খুলছি তোমার দিল
সংগ্রহ ও অনুলিখন: মুহিম মাহফুজ