দক্ষিণ আফ্রিকায় আজান দেওয়ার অনুমতি মিললো

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ‘ইসিপিংগো তালিমুদ্দিন ইসলামিক ইনস্টিটিউটে’ মাইকে আজান দিতে পারবে বলে ঘোষণা দিয়াছে দেশটির একটি আদালত। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দিয়াছেন।

প্রায় দুই বছর আগে স্থানীয় নাগরিক (ভারতীয় বংশোদ্ভূত) ইলাউরি গিরি চন্দ্র নামে এক বাসিন্দা মাদ্রাসার (মসজিদ) আজানকে উচ্চমাত্রার শব্দ দুষণ বলে অভিহিত করে মামলা করেন। এতে তিনি উল্লেখ করেন, আজান তার স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করছে।

মামলার দীর্ঘ শুনানির পর ঐতিহাসিক রায়ে জানানো হয়, তালিমুদ্দিন ইসলামিক সেন্টার মাইকে আজান দিয়ে দক্ষিণ আফ্রিকার আইনের পরিপন্থী কোন কাজ করছে না। এখন থেকে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ উচ্চস্বরে মাইকে আজান দিতে পারবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেজেট প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারপারসন ড. ফয়সাল সুলিমান বলেছেন, এসসিএর এ রায়ে সব ধর্মের বিজয় হয়েছে।

একটি ধর্মীয় স্বাধীনতার দেশ দক্ষিণ আফ্রকার। এ দেশে সব ধর্মের মানুষ অবাধে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে পারেন। আদালতের এমন রায়ে মুসল্লিরা সন্তুষ্ট হয়েছেন। এদিকে মসজিদে পুনরায় আজান দেয়ার অনুমতি দেয়ায় স্থানীয় মুসলমানরা আনন্দের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছেন।

আগের সংবাদডলারের বদলে সোনা দিয়ে তেল কিনবে ঘানা
পরবর্তি সংবাদসমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে বিল পাস রাশিয়ায়