আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, অন্তত ১০২ জন আহত হয়েছে। এদের কয়েকজন তাজা বুলেটে আঘাত পেয়েছে। অন্তত ছয়জনের অবস্থা সঙ্কটজনক বলেও এতে বলা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৭২ বছর বয়স্ক একজনও রয়েছেন। তার নাম আদনান সাবে বারা। এছাড়া ১৬ বছরের একজন নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ ফরিদ শাবান।
স্থানীয় সময় সকাল ১০টায় (০৮:০০ জিএমটি) কয়েকটি সাঁজোয়া যান নিয়ে ইসরাইলি বাহিনী নাবলুসে অভিযানে নামলে সংঘর্ষ শুরু হয়।
ইসরাইলি সেনাবাহিনী দুই ফেরারি ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘিরে ফেলার আগে নগরীতে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয়। ইসরাইলি অভিযানে হোসাম ইসলিম ও মোহাম্মদ আবদুলঘানি নামের ওই দুই যোদ্ধাও নিহত হয়েছেন।
লায়ন্স ডেন সশস্ত্র গ্রুপ এক বিবৃতিতে জানায়, অভিযানকালে তারা ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চালায়। তাদের সাথে বালাতা ব্রিগেডস নামের আরেকটি গ্রুপও ছিল বলে তারা জানায়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের নিরাপত্তা বাহিনী এখন নাবলুস নগরীতে অভিযান চালাচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।
২০২৩ সালের শুরু থেকেই ইসরাইলি বাহিনীর হাতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে। সংখ্যাটি এখন ৬৩-এ উন্নীত হয়েছে। এদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।
সূত্র : আল জাজিরা