‘পঞ্চগড়ে কাদিয়ানিদের মামলায় নিরিহ মুসলমানদের হয়রানি বন্ধ করতে হবে’

পঞ্চগড়ে কাদিয়ানি তথাকথিত আহমদিয়া সম্প্রদায়ের মামলায় নিরিহ মুসলমানদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

শনিবার (১৮ মে) সকাল ৮ টায় খতমে নবুওয়ত কার্যালয়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক ৩৭ টি ষড়যন্ত্রমুলক মামলায় নাম উল্লেখ করে প্রায় আড়াই হাজার নিরিহ মুসলমানদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক হাজার। এ সকল মামলার মাধ্যমে কাদিয়ানিরা সরল ও নিরিহ মুসলমানদের কাদিয়ানী হওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় তারা গ্রেফতার ও জেলহাজতের ভয় দেখাচ্ছে। গ্রেফতার আতঙ্কে জনগণ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে।

নেতৃবৃন্দ গ্রেফতাকৃতদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর কাউকে গ্রেফতার বা হয়রানি করা হলে আপামর জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংগঠনের আহ্বায়ক মাওঃ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা নাজমুল হক, মুফতী আরিফুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

আগের সংবাদপাঠ্যক্রম নিয়ে যেভাবে কাজ করতে চাচ্ছে আলেমরা
পরবর্তি সংবাদবাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে -প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ