
আব্দুল্লাহ আফফান।।
অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না পুলিশ সদস্যরা—সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এমন নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে ধর্মীয় মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ধর্মীয় নেতারা একে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে নির্দেশনা বাতিলের আহ্বান জানান।
ফাতেহ টোয়েন্টিফোর ডটকমকে অধ্যক্ষ মিজানুর রহমান দেওনার পীর বলেছেন, দাড়ি রাখা ওয়াজিব, ‘আমলান’ ফরজ। দাড়ি রাখা ইসলামের অন্যতম নিদর্শন। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশে পুলিশ সদস্যদের দাড়ি রাখতে অনুমতি নেয়ার আইন করার বিষয়টি খুবই দুঃখজনক। ধর্মীয় বিধান পালন করা জনগণের সাংবিধানিক অধিকার। এতে বাঁধা দেয়া সংবিধান পরিপন্থি। পুলিশের অতিউৎসাহী কিছু লোক এসব নিয়ম বানায়। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন নিয়ম বাতিল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানাবো।
এ বিষয়ে আ ফ ম খালিদ হোসাইন বলেন, সম্প্রতি পুলিশের দাড়ি রাখার উপর যে অনুমতি নেয়ার শর্তারোপ করা হয়েছে, তা বিভিন্ন পত্র-পত্রিকায় পড়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমেরিকায় পুলিশ দাড়ি রাখতে পারে, হিজাব পরতে পারে। ভারতেও দাড়ি রাখতে পারে। শিখরা দাড়ি ও পাগড়ি পরে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ মুসলিমদের দেশ। এদেশে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মীয় বিধি-বিধান পালন করবে, এটাই স্বাভাবিক। এটা তার সাংবিধানিক অধিকার। এখানে দাড়ি রাখতে হলে অনুমতি নিয়ে হবে, এমন নিয়ম কষ্টদায়ক।
তিনি আরও বলেন, বাংলাদেশে পুলিশের দায়িত্বরত অনেকেই আছে যারা দাড়ি রাখছে। তাদেরও কি নতুন করে অনুমতি নিতে হবে? অনেক পুলিশ সদস্য দাড়ি রাখে না। তাদের তো দাড়ি কাটতে অনুমতি নিতে হয় না। তাহলে দাড়ি রাখতে হলে কেন অনুমতি নিতে হবে? এ নিয়মটি অনতিবিলম্বে পরিবর্তন করা উচিত। ফ্রেঞ্চকাট বা স্টাইল করে যারা দাড়ি রাখে তাদের সুন্নত মোতাবেক দাড়ি রাখতে উৎসাহ দেওয়া যেতে পারে।
ডিএমপির ব্যাখ্যা
ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর সদস্যদের নিজের মতো করে সাজগোজ বা ফ্যাশন করে চলার কোনও সুযোগ নেই। কারণ, দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে বাহিনীর নিয়ম ও বিধান মেনে সদস্যদের চলতে হয়। অনেকেই নিজের ইচ্ছামতো ফ্রেঞ্চকাট বা ফ্যাশনেবলভাবে চুল-দাড়ি রাখেন। সাধারণত হাল-ফ্যাশনের কোনও স্টাইলে দাড়ি রাখাটা বাহিনীর সদস্য হিসেবে সমীচীন নয়। কমান্ড ফোর্স হিসেবে এটা বাহিনীর ভাবমূর্তির বিষয়। এজন্য ধর্মীয় অনুশাসনের বাইরে পুলিশ সদস্যদের দাড়ি না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।