হুজাইফা মাহমুদ
কালো গোলাপের জন্য
শোকার্ত হই বারবার
এই অন্ধ বাগানে
রুহ থেকে খসে পড়ে একেকটি পাপড়ি
তিমিরের গানে সাড়া দিয়ে
যে নিজেকে বিলীন করে
তোমার পবিত্র ইচ্ছার ভেতর
আমি তার মৌন প্রতিধ্বনি হই শুধু
যেন পাখির নিয়তি মেনে জন্মেছি
অসংখ্য অলৌকিক গরাদের ভেতর
আমার দুঃখ কেবল তোমাকে নিয়ে
স্থূল প্রজ্ঞার ধুসর আলো
সে পথ দেখায়নি কোনদিন
একটি পাতাঝরা বৃক্ষের মতো দুঃখিত আমি
ভোরের পাখিরা বিদায় জানিয়েছে যাকে
আর ফেরার পথটি মুছে গেছে গভীর শিশিরে
তবু,পৃথিবী প্লাবিত করে আসে প্রেম
তোমার নামে,করুণার বৃষ্টির মতো
ডুবিয়ে দেয় আমার সমগ্র বিপন্নতা
থরথর করে কাঁপে এ ভঙ্গুর কাঠের হৃদয়
দেখো আমি,এতিম পাখিটির চোখের মতো,
আমার বুকভর্তি অভিযোগ আর দীর্ঘশ্বাস
না তোমার প্রতি
না আমার প্রতি।
কেবল,বিচূর্ণ শূন্যতার অনুভব এসে
ঝাপটায় করোটির বন্ধ দেয়ালে।
লেখক : তরুণ কবি ও ক্রিটিক