
রোববার গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে জার্মানির সবচেয়ে বড় শহর ও রাজধানী বার্লিনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সেই সঙ্গে নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন বাতিল করেছে বিক্ষোভে যোগ দেওয়া হাজার হাজার জার্মানবাসি।
একজন বিক্ষোভকারী গণমাধ্যমকে বলেন, “আমাদের হৃদয়ে সহানুভূতি রয়েছে। যে কারণে আমরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছি। সেইসঙ্গে নতুন বছর উদযাপন বাতিল করেছি, আর আমরা এটাও চাইনা যে অন্য কেউ নতুন বছর উদযাপন করুক।”
এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও প্লাকার্ড হাতে ধরা ছিল। স্লোগানে বলা হচ্ছিল, “ইসরাইল বোমা হামলা চালাচ্ছে, জার্মানি আর্থিক সহায়তা করছে।”
প্রসঙ্গত, পুলিশে নিরাপত্তায় বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বার্লিনের নিউকলোন এলাকার ফিলিস্তিন পন্থীদের আরো একটি বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে বার্লিন পুলিশ।
সূত্র: প্রেস টিভি