বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিহত মারুফা বেগমের বাবা আইউব আলী বাবুগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, মামলায় নিহতের স্বামী মামলায় মিলন ছাড়াও অজ্ঞাতপরিচয় ৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মারুফাকে হত্যা ও হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পরই জিজ্ঞাসাবাদের জন্য মিলনের সাবেক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মিলনকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে।

এর আগে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মিলনের ভাই সবুজ খান জানান, মিলন এলাকায় রড সিমেন্টের ব্যবসা করেন। তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তাদের দুটি শিশু সন্তান আছে। সোমবার রাত দেড়টার দিকে বাসার কলাপসিবল গেট ভেঙে ডাকাতদল প্রবেশ করে। ডাকাতরা বাসায় থাকা আড়াই লাখ টাকা ও তিন ভরি সোনার গয়না লুট করতে গেলে মারুফা বাধা দেয়। তখন তাকে গলা কেটে হত্যা করা হয়। এসময় মি‌লনকেও কুপিয়ে আহত করে ডাকাতরা।

ওসি মাহাবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফরের চেষ্টা চলছে।

আগের সংবাদফেসবুক থেকে সরানো হচ্ছে ধর্মীয়-রাজনৈতিক বিশ্বাসের অপশন
পরবর্তি সংবাদঅ্যান্ড্রু টেট-ম্যালকম এক্স: দুই আমেরিকান নওমুসলিমের গল্প