বিদেশি শিক্ষার্থীদের ইচ্ছেমতো কাজ করার অনুমতি দিল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কাজের উপর নিয়ন্ত্রণ উঠিয়ে দিয়েছে সরকার। বিদেশি শিক্ষার্থীরা এখন তাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে।

কানাডার স্থানীয় সময় আজ শুক্রবার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী শন ফ্রেশার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

এর আগে বিদেশি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে ক্যাম্পাসের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারতো। এখন আর সেই বিধি নিষেধ থাকছে না। তারা যতো ঘণ্টা খুশি কাজ করতে পারবে।

ইমিগ্রেশন মন্ত্রী বলেন, চাহিদা অনুসারে বিভিন্ন খাতে কর্মী সংকটা কাটানোর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কানাডীয়ান অভিজ্ঞতার সুযোগ দেবে।

আগের সংবাদস্ক্রিনশট নিতে পারবেন না হোয়াটসঅ্যাপে
পরবর্তি সংবাদদেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা