|| তাসনিফ আবীদ ||
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ফলাফলে দেখা যায়, এ বছর বেফাকে পাশের হার তুলনামূলক বেড়েছে। পাশাপাশি বেড়েছে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা। ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার ছিল ৭৬.০৯ শতাংশ। এ বছর গড় পাসের হার ৭৬.৩২%। যা গত বছরের তুলনায় ০.২৩ শতাংশ বেশি।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪ মোতাবেক ২৪ রমজান ১৪৪৪ হিজরি) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিগত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সারা দেশের ৫৪৭টি দরসিয়্যাত পুরুষ, ১১১৫টি দরসিয়্যাত মহিলা, ৩৫৮টি হিফয পুরুষ ও ৩৮টি হিফয মহিলা এবং ২৭টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ৩,০৭,৮০৬ জন। এতে দরসিয়্যাত পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৯৪,০৪৬ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,৭৮,৬৬২ জন, হিফযুল কুরআন পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩২১৮৩ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩৭৯ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৫৩৬ জন।
পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৩২%। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৪৭,১৫৯ জন।
জায়্যিদ জিদ্দান পেয়েছে (প্রথম বিভাগ) ৪৮,২৩৮ জন এবং জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছে ৫১,৫২৬ জন। এছাড়া, মাকবুল (৩য় বিভাগ) পেয়েছে ৮৭,৯৯৩ জন।
মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২৩৪৯১৬ জন।
পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqedu.com এ পাওয়া যাচ্ছে।