ফাতেহ ডেস্ক:
সৌদি আরবের মসজিদুল হারামে চীনা ভাষায় ইসলামি শিক্ষার প্রচার শুরু হয়েছে। সৌদি সংবাদ মাধ্যম প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের অনুবাদ বিভাগের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে।
জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের অনুবাদ বিভাগের পরিচালক সালেহ আল-রাশিদ বলেন, মসজিদুল হারামে অনারব ভাষাভাষীদের কাছে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এখন চীনা ভাষাসহ মোট ১৪টি ভাষায় এই সেবা পাওয়া যাবে। তিনি বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হল, মসজিদুল হারামের এই ক্লাসগুলোতে অংশ নেওয়া অনারব ভাষাভাষীদের সহযোগীতা করা। এছাড়াও অন্যান্য ভাষাগুলো হলো, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, মালাই, ইন্দোনেশিয়া, তামিল, হিন্দি, বাংলা, ফার্সি, রুশ ও বর্নিও।
প্রতি মাসে সাত হাজারের বেশি মানুষ সরাসরি ক্লাসের সময় অনুবাদ শুনেন অথবা জেনারেল প্রেসিডেন্সির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মাধ্যমে পরিষেবাগুলি ব্যবহার করেন।
সূত্র : আরব নিউজ