ফাতেহ ডেস্ক:
রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু রায়সা। মায়ের কোল থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায় শিশুটি। মায়ের সামনেই পিচঢালা রাস্তায় থেঁতলে যায় তার মাথা। নির্মম ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
বাসটি জব্দ ও চালক আলামিনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাবেয়াদের বাসা মিরপুর থানাধীন শাহআলী বাগে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনিক্যাল মোড় থেকে রিকশায় মেয়েকে কোলে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। টেকনিক্যাল-মিরপুর ১ নম্বর সড়কে হঠাৎ একটি অটোরিকশা রিকশা ধাক্কা দিয়ে সামনে চলে যায়। রিকশা থেকে শিশুসহ মা রাবেয়া রাস্তায় পড়ে যান। শিশুটি কোল থেকে ছিটকে একটু দূরে গিয়ে পড়ে। এ সময় বিআরটিসির একটি বাস শিশু আরসার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে থেঁতলে যায় শিশুর মাথা।
দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, শিশুটি ঘটনাস্থলে মারা যায়। মাথা-মুখের অংশ চেনার উপায় নেই। শিশুর মা আহত হয়েছেন। বাসটি জব্দ এবং চালক আলামিনকে আটক করা হয়েছে।