
ফাতেহ ডেস্ক:
ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস মুফতি নূরুল আমীনের জানাজার নামাজ আজ বাদ মাগরিব ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে। বিষয়টি ফাতেহকে নিশ্চিত করেছেন বেফাকের সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ।
এর আগে বৃহস্পতিবার ফরিদাবাদ মাদরাসায় ফজরের নামাজের সময় মুফতি নুরুল আমীন হার্টঅ্যাটাক করেন। এরপর তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল ১০টায় ইন্তেকাল করেন।
তিনি ছিলেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহকারী মহাসচিব, ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামি ও শাইখুল হাদিস।