মুহাম্মাদ রাইহানের দুটি কবিতা

দ্বিতীয় মাবুদ

প্রভু, অনুভবে অবিনশ্বর অস্তিত্বের বুদবুদ মেখে চলে যাচ্ছি আপনার দরবার থেকে।
গুটিয়ে নিচ্ছি আজন্ম মৌন মুনাজাতরত হাত।
যে ঠোঁটযুগল তোমার আরশের দিকে উড়িয়ে দিয়েছিলো অজস্র প্রেমের পায়রা,
যে জবান নির্বিরাম ছড়িয়েছে তোমার বন্দনার সৌরভ,
তাকে আজ কিনে নিয়েছে নতুন মুনিব।
ঠোঁটে এখন তার স্তবগান।

যে কদম কেবল কেটেছে প্রার্থনালয়ের দূরত্ব,
তাকে আজ দাঁড়াতে হবে নতুন দুয়ারে।

আমার আনত নয়ন, আমার সেজদার সম্ভ্রম
সে কিনে নিয়েছে ক্ষুধার দরদামে।

আমাকে ক্ষমা করুন,
হৃদয়ের আপোষহীন ভালোবাসাটুকু ছাড়া আপনাকে নিবেদন করার মতো আর কিছু বাকি নেই, প্রভু।

 

স্মরণার্থী

শান্তিপ্রিয় মানুষের মানচিত্রে ক্রমশ বাড়ছে মানচিত্রহারা মানুষের ভিড়।
আমরা স্লোগানে──‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’
বিশ্বাসে, কর্মে দারুণ জাতীয়তাবাদী।
যেহেতু মাটি ছাড়া মানুষ দাঁড়াতে পারে না,
তাই শত বোঝাপড়া শেষে নিতান্ত অনুগ্রহে তাদের পায়ের তলে ছিটিয়ে দিয়েছি দুমুঠো অবলম্বন।

কিন্তু, একটু টুকরো আকাশ কি তাদের দিয়েছি?
শুনেছি চাঁদ উঠার জন্য নাকি আকাশ থাকা জরুরি!
যদি তাই হয়, তবে আগামীকাল তাদের ঈদের কী হবে?

মুহাম্মাদ রাইহান : তরুণ কবি, সিলেট

আগের সংবাদ‘আমি গদ্যেও শেষ পর্যন্ত কবিই’
পরবর্তি সংবাদশুক্রবারের রোদেরা