সন্ধ্যা এবং আমরা

হাসিব ইমতিয়াজ

একটা শান্ত পুকুর, তার কালোজল

হঠাৎ হারিয়ে যাওয়া বিকেল, ক্ষণিকের সন্ধ্যা

দিবসের বুকে লিখে রাখে আর্তনাদ

একদা, ঝড়ের প্রক্কালে সমবেত আমরা

ভাবি, একদিন মুছে দেবো পৃথিবীর সমস্ত ক্লান্তি, অবসাদ।

সন্ধ্যার একটু আগে মেহগনির ডালে বসেথাকা দোয়েল

বাতাসে বিপর্যস্ত জারুল গাছ, আক্ষেপজ্বালা

কাকের কৃষ্ণতার কাছে যখন হার মানে অন্ধকার

আমরা, আমাদের অঙ্গীকারগুলো জড়ো করি

বলি, এবার পৃথিবীর পথে পথে হেঁটে যাও নির্বিঘ্নে

রোজকার মতো আজও সুবহে সাদিকে বৃষ্টি নামে

আমরা, আমাদের প্রার্থনাসমূহ জড়িয়ে নিই অশ্রুর মোড়কে

তারপর, আকাশের ঠিকানায় লিখে দিই সমস্ত অভিযোগ

একদিন পৌঁছে যাবে আমাদের সুরেলা গুঞ্জরণ

অপেক্ষা করি, অপেক্ষাতে কোনো ক্লান্তি নেই আমাদের।

একদিন পৃথিবীতে ভোর আসে, চারপাশ রাঙায় রোদ

আমরা লিখে রাখি পাখির কোলাহল, বাতাসের গান

এঁকে রাখি আকাশ, নদীর কলতান, সায়াহ্নের ছায়া

বিশ্বাসের মশাল হাতে, দাঁড়িয়ে আছি অনন্তকাল

দিবস ফুরিয়ে আবার সন্ধ্যা নামে, এখানে।

লেখক : তরুণ কবি

আগের সংবাদ‘সোফি’ কফি হাউজ
পরবর্তি সংবাদহাসান রোবায়েতের একগুচ্ছ কবিতা