সিরিয়ায় উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে বিবেচনা করছে সরকার

ফাতেহ ডেস্ক:

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের মতো সিরিয়াতেও উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে বিবেচনা করছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশ তুরস্কের এ ক্রান্তিকালীন ও দুর্যোগপূর্ণ সময়ে ৬১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। যারা আগামী এক সপ্তাহ তুরস্কে অবস্থান করে বিভিন্ন ধরনের মানবিক সাহায্য দেবে এবং উদ্ধারকাজে অংশ নেবে। পাশাপাশি সিরিয়াতেও একইভাবে উদ্ধার দল পাঠানোর বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে সরকারের।

আগের সংবাদপাঠ্যপুস্তক নিয়ে অস্বস্তি-আপত্তি থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদমুসলিম সভ্যতায় ভূমিকম্প