সুইডেনে ফের কুরআন অবমাননা; ২ বিক্ষোভকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

সুইডেনে ফের কোরআন পোড়ানো ও অবমাননার ঘটনা ঘটেছে। রোববার (৩ সেপ্টেম্বর) ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা দক্ষিণ সুইডেনের উপকূলীয় শহর মালমোয় এঘটনা ঘটে। সুইডিশ মিডিয়া এসভিটি জানিয়েছে, প্রায় ২০০ জন লোক এসময় উপস্থিত হয়েছিল।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সালওয়ান মোমিকা কোরআন  আগুনে পোড়ানোর পর উপস্থিত লোকজন মর্মাহত হন। কেউ কেউ উত্তেজিত হয়ে ওঠেন। এরপর বিক্ষোভ শুরু হয়।

পুলিশ জানায়, জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য প্রায় ১০ জনকে আটক করা হয়েছে এবং সহিংসতার সন্দেহে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, কিছু দর্শক মোমিকার দিকে ঢিল ছুঁড়েছে। ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ বাধা দেওয়ার আগে কয়েকজন ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে যাওয়ার চেষ্টা করেছে। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মোমিকাকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ যে গাড়িটি ব্যবহার করেছে, বিক্ষোভকারী এক ব্যক্তি সেটি থামানোর চেষ্টা করছে।

এর আগেও সালওয়ান মোমিকা একাধিকবার কোরআন পুড়িয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তাকে অনুমতি দেওয়ায় সুইডেনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো। এছাড়া এই ঘটনা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুইডেনের কূটনৈতিক উত্তেজনারও সৃষ্টি করেছে।

উল্লেখ্য, সুইডিশ সরকার কোরআন পোড়ানোর নিন্দা জানালেও দেশটির সাংবিধানিকভাবে সুরক্ষিত বাকস্বাধীনতার উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ডে বাধা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কোরআনসহ যে কোনো ধর্মীয় গ্রন্থের অবমাননা বন্ধ করার জন্য আইনি উপায়গুলো অন্বেষণ করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আল আরাবিয়া উর্দূ।

আগের সংবাদনিকাব-নিষেধাজ্ঞা সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ: জাতীয় খতিব
পরবর্তি সংবাদচালু হলো ‘ডেঙ্গু ড্রপস’ অ‍্যাপ, সহজ হবে চিকিৎসাসেবা