সৈয়দ মুছাব্বির আল সিফাতের কবিতা

আহ্বান

পৃথিবীর কোলজুড়ে নেমে আসে ঘুমের সময়
আমার ক্লান্ত আঁখি একা জেগে রয়।
বহুদূরে জেগে থাকে যুদ্ধের ময়দান
ক্ষণে ক্ষণে শুনি তার দৃপ্ত আহ্বান।

গাফলতি করে হয়নি গোছানো যুদ্ধাস্ত্র-সামানা
চোখের পলকে অগ্নি ঝলকে বদলে যাচ্ছে যামানা।
ভীষণ আঘাতে থরথরে কাঁপে ভীরু ক্ষুধাতুর প্রাণ
তবু, রক্তকণার ভীষণ গভীরে যুদ্ধের আহ্বান।

জানিনা কোথায়, কতদূর থেকে এ ডাক আসিছে ভেসে
নাকি চৌদ্দশ’ বৎসর ধরে রক্তে রয়েছে মিশে ?
এই ডাকই বুঝি দিয়ে গেছে নবি বদরের ময়দানে
তারে দেখিবার আকুলতাখানি ব্যথিত হৃদয় জানে।

ওহে উদাসীন, গাফলতে ভরা ব্যথিত তরুণ প্রাণ
এখনো সময় ফুরায়নি সব, ফুরায়নি আহ্বান।
সামানা গোছাও, তরবারি তোলো দৃপ্ত তরুণ হাতে
বুক ভরা আশা শামিল হওয়ার নবিজির কাফেলাতে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

আগের সংবাদমাহমুদ মুযযাম্মিলের কবিতা
পরবর্তি সংবাদকরোনায় মলিন ঈদ; সৌদি আরবসহ বিভিন্ন দেশে জারি করা হয়েছে কারফিউ