খরচ কমাতে এবার হজ্বের জন্য দুটি প্যাকেজের চিন্তা করছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি এ সেক্টর দুর্নীতিমুক্ত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হজ্বযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা-মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি, সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
ধর্ম উপদেষ্টা বলেন, হজ্বের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন, হজ্বের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। এজন্য আমরা কাজ করছি।হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধিরা আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমরা সবাই বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করব।
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা মনে করেন, সরকারের এমন পদক্ষেপে অনেক বেশি মানুষ হজ্ব পালনের সুযোগ পাবেন।
জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ্ব পালন করতে পারবেন।