
আন্তর্জাতিক ডেস্ক:
হিন্দুদের জন্মহার নিয়ে কথা বলায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মামলা করেছেন আসাম বিধানসভার কংগ্রেস নেতা দেবব্রত শইকীয়া। রোববার স্থানীয় একটি থানায় এ মামলা করা হয়।
গত শনিবার আসামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বদরুদ্দিন আজমল। এ সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে জন্মহারের তারতম্য নিয়ে কথা বলেন তিনি। আজমল বলেন, ‘মুসলমান ছেলেরা ২১-২২ বছর বয়সে ও মেয়েরা ১৮ বছর বয়সে বিবাহ করে। কিন্তু হিন্দু পুরুষেরা ৪০ বছর বয়স পর্যন্ত বিবাহ করে না। হিন্দু পুরুষেরা ৪০ বছর পর বাপ-মায়ের চাপে বা কোথাও ফেঁসে গিয়ে বিবাহ করে। কিন্তু সন্তানের জন্ম দেয় না; যে কারণে তাদের জন্মহার বাড়ে না। হিন্দুদের উচিত মুসলমানদের কাছ থেকে শেখা, কীভাবে অধিক সন্তানের জন্ম দিতে হয়।’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিবাহ বা ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে কথা বলেন। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়েই এসব কথা বলেন বদরুদ্দিন আজমল।
এআইইউডিএফ প্রধানত একটি মুসলিম দল বলে আসাম ও ভারতে পরিচিত। বদরুদ্দিন আজমল লোকসভার একাধিকবারের এমপি। উত্তর-পূর্ব ভারতজুড়ে তাঁর নানান সমাজসেবামূলক কাজকর্ম রয়েছে। তিনি একাধিক মাদ্রাসা স্থাপন করেছেন।