৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হবে জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক

লোকসভায় পাশ হওয়ার তিন দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে সাক্ষর করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করায় আগামী ৩১ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে যাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনো বিধানসভা থাকবে না।
গত সোমবার কাশ্মীরের উপর থেকে ভারত বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে। এতে স্বাভাবকিভাবেই রাজ্যের বিশেষ আইন ৩৫এ-ও বাতিল হয়ে যায়।

কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পরও চারদিন কেটে গেছে। শুক্রবারেও গোটা রাজ্য জুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে রয়েছে সেখানের জনজীবন। সর্বত্র ভারতীয় সেনাদের টহল। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ছয় কাশ্মীরি নিহত ও আরও পাঁচ শতাধিক গ্রেফতার হয়েছেন।

আগের সংবাদলাব্বাইক ধ্বনিতে মুখর হবে আজ আরাফাতের ময়দান
পরবর্তি সংবাদভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রচারণার নেপথ্যে ‘ইসলামভীতি’