অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ২ দালালসহ আটক ১৬

অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ২ দালালসহ আটক ১৬

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ ১৬জন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটক করা হয় ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন দালাল। একই সময় পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে ৫ জন পুরুষ, ২জন নারী ও ১ জন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার হয়েছে।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট প্রায় ২’শ ৭০ জনকে আটক করেছে বিজিবি।

আগের সংবাদযশোরে আলমি শুরাপন্থীদের তিনদিনের জোড় ইজতেমা শুরু
পরবর্তি সংবাদচলে গেলেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক প্রধান মুফতি