‘অপশক্তির মোকাবেলায় ইসলামকে বিজয়ী করতে হবে’

ফাতেহ ডেস্ক:

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, সব অপশক্তির মোকাবেলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে দাওয়াতি মাসের উদ্বোধন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, এক শ্রেণির লোক ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উঠে-পড়ে লেগেছে। ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই। সকল অপশক্তির মোকাবেলা করে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় অনুষ্ঠানে মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলনা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগের সংবাদফ্রান্সে ৭৬টি মসজিদ ‘বন্ধের পরিকল্পনায়’
পরবর্তি সংবাদইরানের সঙ্গে চুক্তিতে ফিরতে চান বাইডেন