আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা

ফাতেহ ডেস্ক:

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। করোনার কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আগামী জানুয়ারীর ৬, ৭ ও ৮ এবং ৪ দিন পর ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী দুপর্বে অনুষ্ঠানের প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তাবলিগ জামাতের মুরুব্বি, গাজীপুর মহানগর পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলেন, গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে অনুষ্ঠিত হয়ে আসছিল বিশ্ব ইজতেমা। কিন্তু করোনার কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। দুই বছর বিরতির পর ফের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাসোহারা হচ্ছে। প্রতি বছর আমাদের জোর হয়। অনেক আগেই ইজতেমার জন্য জানুয়ারির ৬, ৭, ৮ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আশা করছি সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর ইচ্ছায় আবারো বিশ্ব ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।

আগের সংবাদআগামী বছর মূল্যস্ফীতি দাঁড়াবে ৯.১ শতাংশ: আইএমএফ
পরবর্তি সংবাদবিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি