
ফাতেহ ডেস্ক
আগামী বাজেটে সুদের হার কমাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশের মতো আর কোনো দেশে ব্যাংক সুদের হার এত বেশি নয় বলেও মন্তব্যও করেছেন তিনি।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনা এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন পুঁজিবাজারের বর্তমান অবস্থার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আসছে বাজেটে পুঁজিবাজারের জন্য বরাদ্দ থাকবে বলেও জানান তিনি। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, পুঁজিবাজারে পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর দিকে সরকার নজর দেবে।