আফগানিস্তানে সংঘর্ষে ১০ পুলিশসহ নিহত কয়েক ডজন

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমা ফারাহ প্রদেশে সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ দুই ডজন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিলের উপ-উপাধ্যক্ষ শাহ মাহমুদ নাঈমী। বুধবার (২৪ এপ্রিল) তালিবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, তালিবান আনার দারা জেলার নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায় এবং ভয়াবহ সংঘর্ষ শুরু হয় যাতে উভয় পক্ষই হতাহতের শিকার হয়।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা আনার দারার এলাকা খালি করার জন্য তালিবানের প্রচেষ্টা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ভারী সশস্ত্র বাহিনী এলাকা নিয়ন্ত্রণ নেয়ার জন্য পাঠানো হয়েছে বলে জানান। তবে, তালিবানরা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেনি।

আগের সংবাদমসজিদুল আকসায় ইহুদিদের ধর্মীয় উৎসব!
পরবর্তি সংবাদচাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে সংসদে প্রস্তাব