আরব শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

ফাতেহ ডেস্ক:

মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে তিনি এর কোনো কারণ জানাননি। আজ মঙ্গলবার দু’দিনের এই সম্মেলন শুরু হচ্ছে। খবর আনাদুলু নিউজ অ্যাজেন্সির।

বুরিতা সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে জানান, ‘মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।’

উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো ‘ভুল’ হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চায়। অবশ্য বুরিতা জানান, আলজেরিয়ার এই ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি।

পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে। গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আগের সংবাদদেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২%
পরবর্তি সংবাদশিক্ষকতায় আগ্রহ হারাচ্ছে মাদরাসা ‘ফারেগীনরা’